শুক্রবার ● ১ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » বানারীপাড়ায় কাওসার হত্যা মামলার আসামী নজরুলের নির্দোষ দাবী
বানারীপাড়ায় কাওসার হত্যা মামলার আসামী নজরুলের নির্দোষ দাবী
জাকির হোসেন, বানারীপাড়া।।
বানারীপাড়ায় কাওসার মার্ডারের ঘটনায় ০৩ নং মামলার আসামীর সংশ্লিষ্টতা নেই দাবি নিহত মামলার বাদী কাওসারের মা সহ এলাবাসীর। সরে জমিত প্রতিবেদনে জানা যায় কিছু চাঞ্চল্যকর তথ্য। মাদকব্যবসায়ী কাওসার যেদিন হামলার স্বিকার হয় সেদিন কাওসারের বাড়িতে মাদক কিনতে আসে এক ক্রেতা। তখন কাওসারের প্রতিবেশি সেখানে গিয়ে ঐ ক্রেতাকে গিয়ে গাজা প্রস্তুত করছে দেখে তখন সে তাকে ধমক দিয়ে পাঠিয়ে দিলে পূর্ব পরিকল্পনানুযায়ী বিপরীত থেকে ৫/৬ জন তাকে তাড়া করে আসলে ঐ প্রতিবেশি তাকে পুনরায় ফেরত আসতে বলে, ইতিমধ্যে অন্যদিক থেকে বেশ কিছু লোক লাঠি সোঠা নিয়ে উপস্থিত ঐ প্রতিবেশির সামনেই কাওসারের উপর হামলা চালায়। ঐ প্রতিবেশির সামনে হামলা ঘটনা ঘটে। তার ভাষ্য মতে সে সময় ঐ হামলার নজরুল উপস্থিত ছিল না। পরবর্তীতে কাওসারকে নিয়ে রাস্তায় গেলে দুপক্ষের মধ্য মারামারি হয়। উপস্থিত এলাকাবাসীর ভাষ্যমতে ঐ সময় কাওসার পুনরায় হামলার স্বিকার হয় নি কিংবা নজরুল ডাঃ ঘটনা স্থলে আসেনি। গত ১১ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে নলশ্রী গ্রামে মৃত আ.রব কবিরাজের ছেলে কাওসারকে বেদম মারধর করায় গত ১৯ এপ্রিল ভোর রাত ৪ টায় শেবাচিমে কাওসার মারা যায়। এ ঘটনায় ২০ এপ্রিল সোমবার রাতে নিহত কাওসারের মা রওশন আরা বেগম বাদী হয়ে ৭ জনকে সুনির্দিষ্ট ও ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।আসামীরা হলেন, কাঞ্চন হাওলাদার (৪৫),শিফাতউল্লাহ (২৫),পল্লী চিকিৎসক নজরুল ইসলাম(৩৫), শুক্কুর(৫০),বেল্লাল (২৮),রমজান (২২) ও জহিরুল (৩২)। এছাড়াও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। তবে তদন্ত গেলে কাউসার এর মা রওশন আরা বেগম, বোন ফেরদৌসি এবং সরোজমিনে হামলার শিকার প্রতিবেশী সাইফুল সেখানে স্বীকার করেন মামলার ৩ নং আসামী পল্লী চিকিৎসক নজরুল ইসলামের সংশ্লিষ্টতা নেই এবং নির্দোষ দাবি করেন। পাশাপাশি এলাকাবাসীর অধিকাংশের বক্তব্য ডাঃ নজরুল এ ঘটনায় জড়িত নয়। প্রশ্ন থেকে যায় বাদী জানে না নজরুল কিভাবে আসামী হল। বাদীর ভাষ্য নজরুল নির্দোষ। তাহলে কারা নজরুলকে আসামী করল। বানারীপাড়া থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে। এলাকাবাসী থেকে এমন ও অভিযোগ উঠেছে এলাকার ২/১ জন থানার ভয় দেখিয়ে হাজার হাজার টাকা লুটে নিছে। এমনটা না হয় লাশ নিয়ে বানিজ্য। তাই এলাকাবাসী সহ সকলের দাবী দোষীরা যেন সাজা পায় আর নির্দোষীরা যেন নির্দোষই থাকে। নজরুলের পরিবারের দাবী সত্যিই যদি নজরুল এই মার্ডারের সাথে বিন্দু পরিমান যুক্ত থাকে তাহলে যেন সে তার প্রাপ্য শাস্তি পায়। কিন্তু যদি নজরুল নির্দোষ হয় আর কারো ষড়যন্ত্রের স্বিকার হয়ে আসামী হয় তাহলে প্রয়োজনে বিষয়টি সঠিক তদন্তের জন্য যথোপযুক্ত স্থানে যেতে ও পিছ পা হবো না। তারা আইনের প্রতি শ্রোদ্ধা জানিয়ে সঠিক তদন্তের দাবী জানান। প্রসংগত নিহত কাওসার ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।