শুক্রবার ● ৩১ জুলাই ২০২০
প্রথম পাতা » উপকুল » মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসুন - এমপি শাওন।
মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসুন - এমপি শাওন।
রফিক সাদী।
ভোলা- ৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী , জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১ হাজার প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিতরণ কালে ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এ কথা বলেন।
শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় তজুমদ্দিন উপজেলা চত্তরে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আল নোমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন মহামারি (কোভিড-১৯) মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা গুলোকে সঠিক ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের সেবায় কাজ করতে আহ্বান করেন।
এছাড়াও তিনি ২৭৬ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য মোঃ মেহেদী হাসান মিশু হাওলাদার, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার , যুবলীগ সভাপতি শহিদুল্যা কিরন, সাধারণ সম্পাদক আবদুর রহমান, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন, সম্পাদক মোঃ রাসেল প্রমুখ।