বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » বিবিধ » দুর্যোগ মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহবান এমপি শাওনের
দুর্যোগ মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহবান এমপি শাওনের
এম. নুরুন্নবী ।।
লমোহনে অতি দরিদ্রদের মাঝে ঈদের ভিজিএফ চাল বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার লালমোহন পৌরসভা ও কালমা ইউনিয়নে সাড়ে ৯ হাজার ব্যক্তির মাঝে এ চাল বিতরণ করেন তিনি। এসময় এমপি শাওন বলেন, মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বে অর্থনীতিতে যে মহামন্দা আসছে তা সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। দুর্যোগ মোকাবেলায় দেশ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন; সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করছি। তিনি বলেন, জাতীয় দুর্যোগ মোকাবেলায় রাজনৈতিক ভেদাভেদ ও আত্মঅহমিকা ভুলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।
যারা করোনা দূর্যোগের এই দুঃসময়ে আর্থিক লাভবান হতে অসৎ পথ বেছে নিয়েছে, অর্থের বিনিময়ে ভুয়া করোনা সার্টিফিকেট বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা ও চুরি করছে; তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক হতে হবে।
লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, পৌরসভার কাউন্সিলরগণ প্রমূখ।
এর আগে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন।