শুক্রবার ● ১ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » করোনায় কর্মহীন মানুষের পাশে সকলকে এগিয়ে আসতে হবে-এমপি শাওন
করোনায় কর্মহীন মানুষের পাশে সকলকে এগিয়ে আসতে হবে-এমপি শাওন
নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কোভিড-১৯ করোনা ভাইরাসে কর্মহীন মানুষের সহযোগিতায় সকলকে এগিয়ে আসতে হবে
লালমোহন প্রতিনিধি ॥
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের জনপ্রিয় সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কোভিড-১৯ করোনা ভাইরাসে কর্মহীন মানুষের সহযোগিতায় সকলকে এগিয়ে আসতে হবে। সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়লেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় প্রশাসন, ডাক্তার, সাংবাদিক , রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় বাংলাদেশে করোনা সংক্রমণে মৃত্যুর হার কম।
শুক্রবার সকালে লালমোহন গজারিয়ায় ৩”শ কর্মহীন, দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলে।
লালমোহন ও তজুমদিনের অসহায় নিপীড়িত মানুষের আত্মার আত্মীয়, অসাম্প্রদায়িক রাজনীতির দিকপাল মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের পরামর্শে করোনা ভাইরাসে কর্মহীন ৩শ দুঃস্থ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণের আয়োজন করেণ, গজারিয়ার মিনতী রানী দেবনাথ। সার্বিক সহযোগিতায় ছিলেন, শ্রী যুগল চন্দ্র দেবনাথ ও শ্রী মিলন চন্দ্র দেবনাথ।
এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্ববায়ক আবুল হাসান রিমন, যুগ্ম-আহ্বায়ক জয়ন্ত পন্টি, পশ্চিম চর উমেদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাজাহান বেপারী, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
বিষয়: ##mpshawon