সোমবার ● ২৭ জুলাই ২০২০
প্রথম পাতা » বিবিধ » তজুমদ্দিনে স্কুল শিক্ষার্থী অপহরনের অভিযোগে আটক ১
তজুমদ্দিনে স্কুল শিক্ষার্থী অপহরনের অভিযোগে আটক ১
বার্তা পরিবেশক তজুমদ্দিন:: প্রেমের ফাঁদে পেলে ভোলার তজুমদ্দিনে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে জোড়পূর্বক তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে তজুমদ্দিন থানায় অভিযোগ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ছাত্রীর বাবার দায়েরকৃত অভিযোগের অন্যতম আসামি বেলাল হাসানের বড় ভাই এমরানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
ছাত্রীর মা সেলিনা আক্তার জানান, শুক্রবার বেলা ১১টার দিকে তার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিতে পড়ুয়া মেয়ে (১২) গোসল করতে পুকুর ঘাটলায় যায়। এরপর দীর্ঘ সময় সে বাসায় ফিরে না আসায় তারা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে তাদের প্রতিবেশী সজিবকে জিজ্ঞেস করলে সজিব জানান, লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জিএম বাজার সংলগ্ন আঃ মালেকের ছেলে মোঃ বেলাল হাসান তাকে জোড়পূর্বক তুলে নিয়ে যায়। পরে এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের পুলিশ এক অভিযুক্তর বড় ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।