মঙ্গলবার ● ২১ জুলাই ২০২০
প্রথম পাতা » উপকুল » দৌলতখানে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
দৌলতখানে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
রোমানুল ইসলাম সোয়েব, দৌলতখান :
মুজিবর্ষের অঙ্গিকার, তিনটি করে গাছ লাগান, এ স্লোগানকে সামনে রেখে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নির্দেশে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপন করে এ কর্মসূচি পালন করা হয়।
পরে উপজেলার ৫টি কলেজে ফলজ ও বনজ গাছ রোপন করা সহ বৃক্ষরোপপণ কর্মসূচির বিভিন্ন বিষয় নিয়ে এবং দুর্যোগকালীন মুহূর্তে উপজেলা ছাত্রলীগের ভুমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোতালেব হোসেন সবুজ, সাধারন সম্পাদক কামাল পারভেজসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।