শুক্রবার ● ১ মে ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » পিরোজপুরে ন্যায্য মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলারকে কারাদন্ড
পিরোজপুরে ন্যায্য মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলারকে কারাদন্ড
বিকাশ হালদার, পিরোজপুর থেকে
পিরোজপুরের নাজিরপুরে ন্যায্য মূল্যের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগে উপজেলার মালিখালী ইউনিয়নের ডিলার মোঃ শামীম গাজী (৩৮) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত এ দন্ডপ্রাদন করেন। দন্ডপ্রাপ্ত শামীম গাজী ওই ইউনিয়নের জুগিয়া গ্রামের মৃত্যু আব্দুস সত্তার গাজীর পুত্র।
জানাযায়, ন্যায্য মূল্যের চাল বিতরণের অনিয়মের অভিযোগে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ওই ইউনিয়নের ২নং দক্ষিণ ঝনঝনিয়া গ্রামের ভুক্তভোগী ফিরোজা বেগম সহ ৬ জনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুদক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান জানান, তালিকা ধারী সুবিধা ভোগীদের অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা মিলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ডিলারকে ১মাসের কারাদন্ড প্রদান করা হয়।
এডমিন/ এইচ এল