শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

Dip News24.com
শুক্রবার ● ১৭ জুলাই ২০২০
প্রথম পাতা » বিনোদন » এবার তাদের ‘নসু ভিলেন আসল ভিলেন’
প্রথম পাতা » বিনোদন » এবার তাদের ‘নসু ভিলেন আসল ভিলেন’
৬০৬ বার পঠিত
শুক্রবার ● ১৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার তাদের ‘নসু ভিলেন আসল ভিলেন’

 দ্বীপ নিউজ ডেস্কঃ

---

সাগর জাহান পরিচালিত দর্শকপ্রিয় নাটক ‘নসু ভিলেন’র সিক্যুয়ালে আবারো চঞ্চল চৌধুরী ও শাহানাজ খুশী একসঙ্গে অভিনয় করছেন। যথারীতি নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। আগামী ঈদে এটিএন বাংলায় প্রচারের জন্য সাত পর্বের এই ধারাবাহিক নাটকটির শুটিং চলছে রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে। এর আগে ‘নসু ভিলেন’ এবং ‘নসু ভিলেনের সংসার’ নামে সাগর জাহান নাটক নির্মাণ করেছিলেন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী। এবারের সিক্যুয়ালের নাম রাখা হয়েছে ‘নসু ভিলেন আসল ভিলেন’। আবারো করোনার বিরতির পর নাটকে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন,‘ সত্যি বলতে কী আমরা যে শুটিং করছি বেশ আতংকের মধ্যেই আমরা শুটিং করছি। কারণ করোনার একটা ভয় মনের মধ্যে সবসময়ই কাজ করে। এই ভয় নিয়ে আসলে মনের মতো অভিনয় করাটাও অনেক কঠিন ব্যাপার। অফিস আদালতে স্বাস্থ্য বিধি মেন অফিস করা যায়। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে শুটিং করাটা খুব কঠিন। কারণ প্রত্যেকটি দৃশ্য’র শূটিং শেষে মাস্ক পড়তে হয়, মাস্কের জন্য দাগ পড়ে । সেটা মুছে ফেলতে মেকাপ আর্টিস্টেও সহযোগিতার প্রয়োজন হয়ে পড়ে।


আরো নানান ধরনের সমস্যার মধ্যেই কিন্তু শূটিং করতে হচ্ছে। যে কারণে একটু দু:শ্চিন্তার মধ্যেই আমাদেরকে কাজ করতে হচ্ছে। তবে এবারের নসু প্রকৃত ভিলেনর গল্পটা দর্শকের কাছে আরো অনেক বেশি উপভোগ্য হয়ে উঠবে বলে আমি মনে করছি। আমরা যারা কাজ করছি প্রত্যেকেই যার যার চরিত্রে সর্বোচ্চ মনোযোগ দিয়েই অভিনয় করার চেষ্টা করছি।’ শাহানাজ খুশী বলেন,‘ দীর্ঘ চারমাস পর আমি গত বুধবার শুটিং-এ অংশ নেয়া শুরু করি। শূটিং শুরু আগে সত্যিই এতো অসহায় আমার কোনদিনই লাগেনি। অদৃশ্য এক শত্রু র মোকাবেলা করেই আমাদেরকে শুটিং করতে হচ্ছে। গেলো ফেব্রুয়ারিতে সর্বশেষ শুটিং করেছিলাম। কিন্তু করোনার হামলার কারণে আর বের হইনি এতোদিন। প্রায় চারমাস খাবার আর ঔষধ সংগ্রহ করা ছাড়া দরজাও খুলিনি আমি। বলা যায় আমরা পরিবারের সবাই স্বেচ্ছায় নির্বাসনে ছিলাম। এ এক অভিশপ্ত জীবন। তারপরও করোনাকে যতোটা জেনেছি তেমন প্রস্তুতি নিয়েই শুটিং করছি। বাকীটা আল্লাহ ভরসা। দর্শকের জন্যই আমাদেরকে এতো রিস্ক নিয়ে শুটিং করতে হচ্ছে। দর্শকের নাটকটি ভালোলাগলেই আমাদের কষ্ট সার্থক হবে। সবার কাছে দোয়া চাই যেন শিল্পী পরিবারের সবাই সুস্থ থেকে ভালোভাবে কাজ করতে পারেন।’ ‘নসু ভিলেন আসল ভিলেন’ এ আরো অভিনয় করছেন আরফান, আখম হাসান, অপর্না, তানজিকা। এদিকে চঞ্চল চৌধুরী জানান আগামী ঈদে তাকে শামীম জাামানের দুটি এবং মাসুদ সেজানের দুটি সাত পর্বেও ঈদ ধারাবাহিকে অভিনয়ে দেখা যাবে। এছাড়াও তাকে হানিফ সংকেত ও গোলাম সোহরাব দোদুলের দুটি খণ্ড নাটকেও অভিনয়ে দেখা যাবে।

সুত্র: ভোরের কাগজ





বিনোদন এর আরও খবর

তজুমদ্দিনে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময় তজুমদ্দিনে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময়
তজুমদ্দিনে প্রাক্তন ছাত্র ফোরামের উপদেষ্টা কমিটি ও  পরিচালনা কমিটি গঠন। তজুমদ্দিনে প্রাক্তন ছাত্র ফোরামের উপদেষ্টা কমিটি ও পরিচালনা কমিটি গঠন।
এমপি শাওনের পক্ষে যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী  আলাউদ্দিন ফরাজীর ঈদ শুভেচ্ছা বিনিময় এমপি শাওনের পক্ষে যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন ফরাজীর ঈদ শুভেচ্ছা বিনিময়
অধ্যক্ষ নূরুল আমিনকে সদস্য করায় এমপি জ্যাকবকে অভিনন্দন অধ্যক্ষ নূরুল আমিনকে সদস্য করায় এমপি জ্যাকবকে অভিনন্দন
চরফ্যাশনে এস এস ফিটনেস জিম’র শুভ উদ্বোধন করলেন মি. শেখ জামাল চরফ্যাশনে এস এস ফিটনেস জিম’র শুভ উদ্বোধন করলেন মি. শেখ জামাল
চরফ্যাশনে দ্বীপ থিয়েটারের পূর্ণমিলনী অনুষ্ঠিত চরফ্যাশনে দ্বীপ থিয়েটারের পূর্ণমিলনী অনুষ্ঠিত
বিশ্বকাপ নিশ্চিতে আর্জেন্টিনার অপেক্ষা বাড়ালো ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিতে আর্জেন্টিনার অপেক্ষা বাড়ালো ব্রাজিল
দুর্যোগের মাত্রা কমনি,সরকারের দক্ষতায় ক্ষতির পরিমান কমেছে–এমপি শাওন। দুর্যোগের মাত্রা কমনি,সরকারের দক্ষতায় ক্ষতির পরিমান কমেছে–এমপি শাওন।
চরফ্যাশন বাজার যুব ব্যবসায়ী সমিতির বনভোজন অনুষ্ঠিত চরফ্যাশন বাজার যুব ব্যবসায়ী সমিতির বনভোজন অনুষ্ঠিত
তজুমদ্দিনে রজনী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন তজুমদ্দিনে রজনী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আর্কাইভ