মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২০
প্রথম পাতা » উপকুল » মনপুরায় আরো ৪ জনের করোনা পজেটিভ, উপজেলায় মোট ২৬
মনপুরায় আরো ৪ জনের করোনা পজেটিভ, উপজেলায় মোট ২৬
মোঃ আল মামুন, মনপুরা প্রতিনিধি \
ভোলার মনপুরায় স্বাস্থ্যকর্মীসহ আরো ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৬ জনে। ১৪ই জুলাই, মঙ্গলবার রাতে মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, গত ১১ই জুলাই শনিবার করোনা উপসর্গ থাকায় নমূনা সংগ্রহ করে পাঠালে আজ তাদের ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে ২ জন স্বাস্থ্য কর্মী, যাদের ১জন চরগোয়ালিয়ার একটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এবং অন্যজন হাসপাতালের ক্লীনার। অন্য ২জনের বাড়ি হাজীর হাট ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে। তবে তারা সবাই বর্তমানে সুস্থ হয়ে উঠছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এপর্যন্ত ২০৮ জনের নমূনা সংগ্রহ করা হয়েছে। এই পর্যন্ত ৩০৭ জনের নমূনার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে ২৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ জনকে সুস্থ হিসেবে ঘোষনা করা হয়েছে। পূর্বের ৪ জন সহ সর্বমোট ৮ জন বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, গত ১৩ই জুলাই করোনা উপসর্গ নিয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার নমূনা সংগ্রহ করা হয়েছে। তবে সেই নমূনার ফলাফল এখনো পাওয়া যায়নি।
আর,এস