শনিবার ● ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » দেশজুড়ে » অসহায় দুঃস্থ মানুষ আমার কাছে সবসময়ই প্রাধান্য পায় - এমপি শাওন
অসহায় দুঃস্থ মানুষ আমার কাছে সবসময়ই প্রাধান্য পায় - এমপি শাওন
মোঃ কামাল উদ্দিন, তজুমদ্দিন :
ভোলা-৩ তথা লালমোহন তজুমদ্দিন হাজার হাজার কোটি টাকার মালিক যারা এই মূহুর্তে অনেকে এলাকায় না গিয়ে আত্নগোপন করেছে করোনার ভয়ে।
এ সময় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি (লালমোহন -তজুমদ্দিন ) এলাকায় গিয়ে গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাড়ান কার কি অবস্থা খোঁজ খবর নেন এবং
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাথে দেওয়া ওয়াদা পুরন করতে এই অসহায় মানুষের খোঁজ খবর নেন। এ সময় দ্বীপবন্ধু, মানবতার ফেরিওয়ালা, করোনা যোদ্ধা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন এরা মায়ের জাত। এদের কল্যানেই আমাদের এই পৃথিবীতে মুখ দেখা। সুতরাং, এদের গুরুত্ব আমার কাছে সবসময়ই প্রাধান্য পায়। সহায় সম্বলহীন এই মায়ের আকুতি শুনে নিজেকে অশ্রু সংবরণ করতে পারিনি। প্রস্তরের এই যুগে এসে এসব বৃদ্ধা মহিলাদের তাহার পরিবার কর্তৃক কতটা নির্যাতিত-নিগৃহীত হতে হয় তাহা কল্পনাতীত। আমি মন দিয়ে এই মায়ের কথাগুলো শ্রবণ করলাম। হাতে কিছু টাকা গুজিয়ে দিলাম। আর বললাম আমি নুরুন্নবী চৌধুরী শাওন এমপি’র কাছে আপনাদের মত মায়েদের দরজা আজীবন খোলা থাকবে।
যখনি সমস্যায় পড়েন তখনি আমার কাছে আপনি চলে আসবেন। আপনার ভাল-মন্দ সকল কিছুর দায়িত্ব আমি নিলাম। আমি গরীব-দু:খী ও আর্তপীড়িত মানুষের লোক।