শনিবার ● ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন সচিব আবুল কালাম আজাদ
তজুমদ্দিনে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন সচিব আবুল কালাম আজাদ
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রান কার্যক্রম তদারকি ও পরিদর্শন করেন ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদ।
শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে উপজেলা পঃ পঃ কর্মকর্তা কবির সোহেলের সভাপতিত্বে এ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল নোমান, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান প্রমুখ।