শুক্রবার ● ১ মে ২০২০
প্রথম পাতা » বিবিধ » বানারীপাড়ায় ধান সংগ্রহে কৃষকের পাশে সৈয়দকাঠী ইউনিয়ন ইনস্টিটিউশন বিদ্যালয়
বানারীপাড়ায় ধান সংগ্রহে কৃষকের পাশে সৈয়দকাঠী ইউনিয়ন ইনস্টিটিউশন বিদ্যালয়
জাকির হোসেন, বানারীপাড়া:
“সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।”
এই নীতিকে ধারন করে বানারীপাড়ায় অসহায় কৃষকদের পাশে দাড়িয়েছে বানারীপাড়া উপজেলার বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা। মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সর্বত্র লডডাউন পরিস্থিতির মধ্যে সর্বত্র ইরি ধান কেটে ঘরে তোলার সময় হয়েছে। করোনা সংক্রমণ ছাড়াও প্রতিনিয়ত বৃষ্টিপাত ও আগাম বন্যার আশঙ্কায় ধান পাকার সঙ্গে সঙ্গে অল্প সময়ের মধ্যেই ধান সংগ্রহ করে ঘরে তুলতে হবে। কিন্তু লকডাউনের কারণে সবজায়গায় শ্রমিক সংকট রয়েছে। তাই শ্রমিকের অভাবে যাতে ফসল নষ্ট না হয় এবং দেশ খাদ্য সংকটে না পড়ে এজন্য সবাইকে কৃষকের পাশে থাকতে আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষকলীগ। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা কৃষকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী ও ছাত্ররা কৃষকের শ্রম ও ঘামের বিনিময়ে অর্জিত ফসল রক্ষার্থে স্বেচ্ছাশ্রমে তা ঘরে তুলে দিচ্ছেন যা দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। এরই ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ঐতিহ্যবাহী সৈয়দকাঠি ইউনিয়ন ইনস্টিটিউশন বিদ্যালয়( আউয়ার মাধ্যমিক) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও ছাত্ররা স্বেচ্ছাশ্রমে কৃষকের পাশে দাঁড়িয়ে ধান সংগ্রহ করার কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বিদ্যালয়ের পাশের জমিতে প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহবুব মাষ্টারের নেতৃত্বে উপকারী কৃষকদের জমির ধান সংগ্রের উদ্বোধন করা হয়।
এ প্রসঙ্গে প্রধান শিক্ষক গোলা মাহমুদ জানান, খাদ্য সংকট দূর করতে এবং কৃষক সঠিক সময়ে ধান সংগ্রহ করতে সকলের সহযোগীর কোন বিকল্প নেই। তাছাড়া শ্রমিকের অভাবে যাতে কৃষকদের ফসল নষ্ট না হয় সেদিক লক্ষ রেখেই ফসল তোলার কাজে কৃষককে সহযোগিতা করলে কৃষক সঠিক সময়ে ধান সংগ্রহ করতে পারবে। আর খাদ্যেরর অভাব না হলে আমাদের মনে থাকবে সাহস । তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানান এবং সহযোদ্ধাদের নিয়ে সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার এ স্বেচ্ছাশ্রমে গরীব কৃষকের ধান কাটটে পারায় তিনি নিজেকে গর্বিত ভাবেন এবং অংশ গ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আরো বলেেন আমাদের এ ধান সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে।