মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » উপকুল » দৌলতখানে কর্মহীন অসহায় পরিবারের মাঝে নৌবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ
দৌলতখানে কর্মহীন অসহায় পরিবারের মাঝে নৌবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ
দ্বীপ নিউজ ডেস্কঃ
দৌলতখানে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। বর্তমান পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। এরই ধারাবাহিকতায় বিদ্যানন্দ ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ আয়োজনে উপজেলার ভবানীপুর ও সৈয়দপুর ইউনিয়নের কর্মহীন আসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টায় ভবানীপুর বেড়িবাধে সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ নৌবাহিনী ভোলা লেফটেন্যান্ট কমান্ডার আসিফ ইমরান এর নেতৃত্বে হতদরিদ্র কর্মহীন অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আটা,লবন, তৈল।
ত্রাণ বিতরণকালে লেফটেন্যান্ট কমান্ডার আসিফ বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও মাননীয় নৌ-প্রধানের নেতৃত্বে আমরা ভোলা নৌ-কন্টিনজেন্টের প্রত্যেকটি নৌ-সদস্যগণ দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি।স্থানীয় এলাকাগুলোতে আমরা খাদ্য ও চিকিৎসা সহায়তা ও টহল প্রদানসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি।