বুধবার ● ১ জুলাই ২০২০
প্রথম পাতা » ছবিঘর » দেশে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি
দেশে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি
দ্বীপ নিউজ ডেস্কঃ
দেশে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। বুধবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতষ্ঠানটি এই দাবি করে। বিজ্ঞপ্তিতে টিকা আবিষ্কার নিয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় তেজগাঁওয়ে গ্লোব করপোরেট অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিবিআই ভাইরাস ডাটাবেজ অনুযায়ী ৩০ জুন পর্যন্ত বিশ্বব্যাপী ৫ হাজার ৭৪৩টি সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স জমা হয়েছে। যার মধ্যে বাংলাদেশ থেকে জমা হয়েছে ৭৬টি। উক্ত সিকোয়েন্স বায়োইনফরম্যাটিক্স টুলের মাধ্যমে পরীক্ষা করে গ্লোব বায়োটেক লিমিটেড তাদের টিকার টার্গেট নিশ্চিত করে। যা যৌক্তিকভাবে এই ভৌগোলিক অঞ্চলে অধিকতর কার্যকরী হবে বলে আশা করছেন তারা।প্রতিষ্ঠানটি দাবি করেছে, উক্ত টার্গেটের সম্পূর্ণ কোডিং সিকোয়েন্স যুক্তরাষ্ট্রের এনসিবিআই ভাইরাস ডাটাবেজে জমা দিয়েছেন যা ইতিমধ্যেই এনসিবিআই কর্তৃক স্বীকৃত ও প্রকাশিত হয়েছে। গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণাগারে আবিষ্কৃত টিকাটির বিশদ বিশ্লেষণের পর ল্যাবরেটরি এনিমেল মডেলে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে যথাযথ এন্টিবডি তৈরিতে সন্তোষজনক ফলাফল পেয়েছেন বলে দাবি করছেন তারা। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ সংবাদমাধ্যমকে বলেন, এই টিকাটির সুরক্ষা ও কার্যকারিতা নিরীক্ষার লক্ষ্যে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য কাজ করে যাচ্ছি।
সুত্র: ভোরের কাগজ (১.৭.২০২০)