শনিবার ● ২৭ জুন ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাসনে ৪শ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
চরফ্যাসনে ৪শ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
চরফ্যাশন প্রতিনিধি :
ভোলার চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন থেকে ৪শ পিস ইয়াবা ট্যাবলেড সহ এক মাদক কারবারীকে আটক করেছে ভোলা জেলা ডিবি পুলিশ। আটককৃত যুবকের নাম মো. ইব্রাহীম হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডেও বাসিন্দা মো. ইয়াছিনের ছেলে।
জানাগেছে, জেলা ডিবি (গোয়েন্দা) শাখার এসআই মো. হাবিবুর রহমানের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে হাজারীগঞ্জ ২নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
এ বিষয়ে শশিভূষণ থানার ওসি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, আটককৃত ইব্রাহীমের কাছ থেকে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১৪।