শনিবার ● ২৭ জুন ২০২০
প্রথম পাতা » দেশজুড়ে » করোনায় নতুন মৃত্যু ৩৪, শনাক্ত ৩৫০৪
করোনায় নতুন মৃত্যু ৩৪, শনাক্ত ৩৫০৪
দ্বীপ নিউজ ডেস্কঃ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৬৯৫ জন। এছাড়াও ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লক্ষ ৩৩ হাজার ৯৭৮ জন।
শনিবার (২৭ জুন) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৫৯ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৫৭টি। যা পরীক্ষা হয়েছে এর মধ্যে থেকে শনাক্ত হয়েছে ৩ হাজার ৫০৪ জন। নিহতদের মধ্যে পুরুষ ৩২ ও নারী ২ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৫৪ হাজার ৪১৮ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বলে তিনি জানান।