শনিবার ● ২৭ জুন ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » তজুমদ্দিনে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
তজুমদ্দিনে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
এম নয়ন, তজুমদ্দিন :
ভোলার তজুমদ্দিন উপজেলার হাজি কান্দি গ্রামে রেইনট্রি গাছ থেকে আবুল হাসেম (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে তজুমদ্দিন থানা পুলিশ।
থানা ও পারিবারিক সুত্রে জানা গেছে, চাঁদপুর ইউনিয়নের ৫ ওয়ার্ডের শশিগঞ্জ গ্রামের আবুল হাসেম দীর্ঘদিন ধরে মানসিক রুগী ছিলেন। শনিবার ভোরে হাজি কান্দি মসজিদের দক্ষিণ পাশে স্থানীয় লোকজন রেইনট্রি গাছের সাথে তার ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানার এস আই বনি আমিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয় যার নং ০৬। লাশ সুরতাহাল রিপোর্টের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়।
নিহতের ছেলে সিরাজ মাঝি জানায় তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রুগী ছিলেন। রাতের কোন সময়ে এই ঘটনা ঘটেছে তা তাদের জানা নেই।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে তবে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে চুড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।