বুধবার ● ২৪ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনাভাইরাসে সাবেক রেল কর্মকর্তার মৃত্যু
করোনাভাইরাসে সাবেক রেল কর্মকর্তার মৃত্যু
দ্বীপ নিউজ ডেস্ক
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত অঞ্জন সেন (৬৭) রেলওয়ে পূর্বাঞ্চলের পাওয়ার কন্ট্রোল বিভাগের সিনিয়র অফিসার ছিলেন। ২০১০ সালে তিনি অবসরে যান।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামে তার স্থায়ী নিবাস।অঞ্জন সেনের ছেলে অলক সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৪ জুন বাবার জ্বর-কাশি শুরু হয়। পরদিন নমুনা নেওয়া হয় পরীক্ষার জন্য। ১৬ জুন পজেটিভ রিপোর্ট আসে। ১৭ জুন হাসপাতালে ভর্তি করা হয়।“এরপর জ্বর-শ্বাসকষ্ট ছিল। মঙ্গলবার সকালে হঠাৎ সুগার লেভেলও অস্বাভাবিক কমে যায়। এরপর বাবা মারা যান