মঙ্গলবার ● ২৩ জুন ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে ধর্ষনের অভিযোগে যুবক আটক
চরফ্যাশনে ধর্ষনের অভিযোগে যুবক আটক
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাসনের দুলারহাট থানা পুলিশ মোঃ দেলোয়ার (৩০) নামের এক যুবককে মঙ্গলবার বিকেলে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক করেছে।
দেলোয়ার উপজেলার নুরাবাদ ৫নং ওয়ার্ডের মোঃ জলিল মাঝির ছেলে।
জানা যায়, ওই কিশোরী আবুবকর পুর তার নিজ গ্রামে খালের পাড়ে ছাগল আনতে গেলে জোরপূর্বক তুলে নিয়ে টংঘরে ধর্ষণ করে। ভিকটিম দুলারহাট থানায় অভিযোগ দায়ের করলে দুলারহাট থানা কর্তৃক ধর্ষক মোঃ দেলোয়ার হোসেনকে আটক করা হয়। বর্তমানে ভিকটিম এবং ধর্ষক দুজনেই দুলারহাট থানা হেফাজতে রয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে আইনি প্রক্রিয়া শুরু হবে বলে দুলারহাট থানা পুলিশ জানায় । এ ব্যাপারে দুলারহাট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
দুলার হাট থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন এর সততা নিশ্চিত করেছেন।
আর,এস