সোমবার ● ২২ জুন ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » ভোলার মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলার মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
আল মামুন, মনপুরা।
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শিশুটি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আব্বাস হাফেজের ছেলে মোঃ রাহাদুল ইসলাম।
সোমবার ১২ টায় শিশুটির নিজ বাড়ির পুকুরে পড়ে আর উঠতে পারেনি। সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে।
এব্যাপারে হাজীর হাট ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বীপক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে আব্বাস হাফেজের ৪ বছরের শিশু রাহাদুল ইসলাম মৃত্যু বরন করে। পরে জানাযা শেষে দাফন করা হয়েছে। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন তিনি।
আর,এস