শুক্রবার ● ১৯ জুন ২০২০
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে ইয়াবাসহ দুই মাদক সম্রাট আটক
চরফ্যাশনে ইয়াবাসহ দুই মাদক সম্রাট আটক
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে ৫২৫পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শশিভূষণ থানাপুলিশ।
শুক্রবার (১৯জুন) সকালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামান মাতুব্বরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শশিভূষণ এলাকা থেকে দক্ষিণ চর মঙ্গল গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিক বেপারীর ছেলে মো.কবির ও হাসেম বেপারীর ছেলে মো. কামাল হোসেনকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাসি করে ৫২৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শশিভূষণ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশের অভিযানে ৫২৫ পিস ইয়াবাসহ কবির বেপারী ও কামাল হোসেনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।