মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে সাংবাদিক নয়নের পিতার মৃত্যু।। শোক প্রকাশ
তজুমদ্দিনে সাংবাদিক নয়নের পিতার মৃত্যু।। শোক প্রকাশ
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি :
তজুমদ্দিন প্রেসক্লাবের সদস্য দৈনিক বাংলার কন্ঠ ও লালমোহন নিউজ২৪ ডট কমের তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনির নয়নের পিতা কাঞ্চন পাটোয়ারী (৬৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ (মঙ্গলবার) সকাল ৯.০০ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি……….. রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। দুপুর ৩.৩০ মিনিটে তজুমদ্দিন সরকারি হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, চাচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, হোসনে আরা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ সাংবাদিক হেলাল উদ্দিন সুমন, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ সাংবাদিক মো: মুঈনুদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মহিউদ্দিন পোদ্দার, যুবলীগ সভাপতি শহীদুল্লাহ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগের সভাপতি আমিন মহাজন’, সাধারণ সম্পাদক মোঃ রাসেল, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক তরুণ দাস, সাবেক সভাপতি গাজী আব্দুল জলিল, সহ-সভাপতি এম নুরুন্নবী, সাবেক সাধারণ সম্পাদক শরীফ মোঃ আল-আমিন, ও হেলাল উদ্দিন লিটন, মো: ফারুক, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, সদস্য সেলিম রেজা প্রুমখ।