বৃহস্পতিবার ● ১১ জুন ২০২০
প্রথম পাতা » রাজনীতি » বানারীপাড়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষ রোপন কর্মসূচি
বানারীপাড়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষ রোপন কর্মসূচি
জাকির হোসেন,বানারীপাড়া।।
বানারীপাড়ায় উপজেলা ও পৌর ছাত্র দলের
উদ্যোগে জাতীয়তাবাদী দল বি এন পির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ সূচনা করা হয়। কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবিন্দ ও বানারীপাড়া উজিরপুর বি এন পির একমাত্র কান্ডারী বি এন পির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বানারীপাড়া উপজেলা বি এন পির সভাপতি এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু’র নির্দেশনায় বরিশাল জেলা ছাত্রদলের নেতৃবিন্দের পরামর্শ অনুযায়ী বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আজ বৃহস্পতিবার বিকালে বানারীপাড়া উপজেলার নরোত্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিল ছাত্রদল নেতা পাভেল হাওলাদার, শাওন তালুকদার, ইলিয়াস মাহমুদ, রনি খান, শামীম আকন, রাকিব তালুকদার, এমরান খান, ফয়সাল আহম্মেদ, সাগর হাওলাদার, সঞ্জিব দাস, তৌহিদুল ইসলাম সিয়াম, আরিফ হোসেন, রিয়াজ বালী, আবু সাইয়েদ সরদার, আবির রাজু প্রমুখ। এ প্রসংগে ছাত্রদল নেতা পাভেল হাওলাদার জানায় কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আমরা এ কর্মসূচি শুরু করেছি, আমাদের এ কর্মসূচি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে অব্যহত থাকবে। কর্মসূচি শেষে আসর বাদ সংক্ষিপ্ত পরিসরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসীসহ সবার মুক্তির জন্য দোয়া করা হয়। মরহুম জিয়াউর রহমানের আত্নার মাগফিরত কামনা ও বি এন পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।