বুধবার ● ১০ জুন ২০২০
প্রথম পাতা » বিনোদন » মুক্তি পেতে যাচ্ছে মনপুরাকে নিয়ে নির্মিত নাটক “মেঘনা পাড়ের জীবন”
মুক্তি পেতে যাচ্ছে মনপুরাকে নিয়ে নির্মিত নাটক “মেঘনা পাড়ের জীবন”
বিনোদন ডেস্ক :
শীঘ্রই দ্বীপ মনপুরার একঝাঁক নবিন শিল্পীদের অভিনীত নাটক “মেঘনা পাড়ের জীবন” মুক্তি পেতে যাচ্ছে । নাটকের নাম দেখে অবশ্যই বুঝা যাচ্ছে ভেতরের কাহিনী কি হবে।
বঙ্গোপসাগরের কোল ঘেষে মেঘনার বুকে ভাসমান দ্বীপ মনপুরা। ঝড়-জলোচ্ছ্বাসের সাথে লড়াই করে টিকে আছে লক্ষাধিক মানুষ। এখানকার আশি শতাংশ মানুষের জীবিকা নির্বাহ হয় ইলিশ মাছ ধরে।
খালেক মোল্লা নাটকে ভিলেনের চরিত্র। মনপুরার নামকরা লোক। শত শত নৌকায় দাদন দিয়ে জিম্মি করে রেখেছে। এলাকায় চোরাচালানি, মাদক সবকিছু চলে খালেক মোল্লার একক আধিপত্যে। তার সকল অপকর্ম ফাঁশ করে দেয় তারই বাল্যকালের বন্ধু মাষ্টার।
এসব কাহানী নিয়ে এগিয়ে যায় নাটক। নাটকের পুরো অংশ দেখতে হলে অপেক্ষা করতে হবে কয়েকদিন।
নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জুয়েল রাজা। নাটকটি প্রযোজনা করেছেন মেসার্স আরোহী এন্টারপ্রাইজ।
এ ব্যাপারে আরোহী এন্টারপ্রাইজের কর্নধার মোশাররফ হোসেন (তপু) মনপুরা টাইমস২৪ ডটকমকে বলেন, আজকে আমাদের শুটিংয়ের কাজ সম্পূর্ণ শেষ হবে। তারপর এডিটিং শেষ করে আমরা অতি দ্রুত এটি প্রকাশ করবো। নাটকটি প্রায় এক ঘন্টার হবে বলে জানান তিনি।