রবিবার ● ৭ জুন ২০২০
প্রথম পাতা » অর্থনীতি » তজুমদ্দিনে লঞ্চঘাট সড়কের বেহাল দশা ॥ ঘটছে দুর্ঘটনা
তজুমদ্দিনে লঞ্চঘাট সড়কের বেহাল দশা ॥ ঘটছে দুর্ঘটনা
রফিক সাদী ॥
ভোলার তজুমদ্দিন উপজেলা সদরের লঞ্চঘাট সড়কটি বেহার দশা হওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বৃস্টির পানিতে বড় বড় গর্তের সৃস্টি হয়ে মরন ফাঁদে পরিনত হয়েছে সড়কটি। স্লুইজ ঘাট মৎস্য আড়তদার সমিতির সভাপতি আবুল হাসেম মহাজন জানান, সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ন। মাছের ট্রাক, রিক্সা, নসিমন, মোটরযান ও ঘাটের আড়তদার মৎস্যজীবিসহ দেশা বিদেশী হাজার হাজার মানুষ রাতদিন এই রুটে যাতায়াত করেন। সড়কটিতে পানি-কাঁদামাটি একাকার হয়ে বর্তমানে চলাচল অযোগ্য হয়ে পড়েছে।
শশীগঞ্জ লঞ্চ সার্ভিস ঘাট ইজারাদার মোঃ রিয়াজ তালুকদার জানান, ঢাকার ৩টি লঞ্চ সার্ভিসের যাত্রীসহ তজুমদ্দিন-মনপুরা সি-ট্রাকের যাত্রী ও চরাঞ্চলের মানুষ দিবারাত্রি এ রুটে যাতায়াত করছে। কিন্তু রাস্তাটি জণগুরুত্বপূর্ণ হওয়া সত্বেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল জানান, লঞ্চঘাট সড়কটি দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে উপজেলা পরিষদে আলোচনা হয়েছে। উপজেলা প্রকৌশলী সাদ জগলুল ফারুক জানান, অচিরেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।