শনিবার ● ৬ জুন ২০২০
প্রথম পাতা » দেশজুড়ে » বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতার উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে ত্রান বিতরন।
বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতার উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে ত্রান বিতরন।
পারবেজ মিয়া, বাঞ্জারামপুর:
ব্রাক্ষ্মন বাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের গাওরালটুলী গ্রামের আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ আতার রহমান (শিশু মাষ্টারের) সুযোগ্য সন্তান, ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক আনিছুর রহমান সুজনের উদ্যোগে দুইশত পঞ্চাশ টি অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও মাক্স বিতরন করা হয়।
করোনা ভাইরাস উপলক্ষে লকডাউনের কারনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সমাজের মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষগুলি, এদের অসাহাত্বের কথা চিন্তা করে, শনিবার দুপুরে নিজকান্দি গ্রাথমিক বিদ্যালয়ের মাঠে মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় ও জহিরুল হক অরুন মাষ্টারের সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ ত্রান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মাসুকুর রহমান,জহিরুল হক শামীম, জয়নাল আবেদীন, নাছির উদ্দিন, সালাউদ্দীন, মনির হোসেন প্রমূখ।