বুধবার ● ৩ জুন ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনের চাঁচড়া নিন্ম-মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসিতে ৩ জনের ট্যালেন্টপুলে বৃত্তি
তজুমদ্দিনের চাঁচড়া নিন্ম-মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসিতে ৩ জনের ট্যালেন্টপুলে বৃত্তি
স্টাফ রিপোর্টার ॥
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ২০১৯ পরিক্ষায় তজুমদ্দিন উপজেলা দক্ষিণ চাঁচড়া নিন্ম-মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্তরা হলো- সাবিকুন্নাহার, রোল-২১৪৫৩৩, মোঃ রাজিব, রোল- ২১৪৫৪০, মোঃ শামীম, রোল-২১৪৫৪২। প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম জানান, স্কুলে প্রায় ৪ শত শিক্ষার্থী রয়েছে। ২০১৯ সালে জেএসসি পরিক্ষায় ৭৪ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে ৭৪ জনই পাস করেছে। এদের মধ্যে ৩ জন বৃত্তি পেয়েছে। এছাড়া ২০১৮ সালেও ৬ জন বৃত্তি পেয়েছে। চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান জানান, চাঁচড়ায় কোন মাধ্যমিক স্কুল না থাকায় এখানকার শিক্ষার্থী-অভিবাবকরা সীমাহীন ভোগান্তিতে পড়ে পাশ্ববর্তী উপজেলায় পড়ালেখা করতে যেতে হয়। দক্ষিণ চাঁচড়া নিন্ম-মাধ্যমিক বিদ্যালয়টি ০১/০১/২০০০ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ভাল ফলাফল নিয়ে সুনাম অর্জন করেছে। স্কুলটি এমপিও ভূক্ত হওয়া অত্যান্ত জরুরী।
আর,এস