বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভাইয়ের মৃত্যুর খবর শুনে সাইকেল নিয়েই ১০ দিনের যাত্রা
ভাইয়ের মৃত্যুর খবর শুনে সাইকেল নিয়েই ১০ দিনের যাত্রা
দ্বীপ নিউজ ডেস্ক ঃ
যতদিন যাচ্ছে ততই বাড়ছে করোনার প্রকোপ। ভারতেও লকডাউন শুরু হয়েছে গত ২৫ মার্চ থেকে। এর ফলে করোনার সংক্রমণ অনেকটা ঠেকানো সম্ভব হলেও সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সেইরকমই এক ব্যক্তিকে দেখে গেল হরিয়ানা থেকে সাইকেল চালিয়ে বিহারে ফিরতে। এতদিন লকডাউনের জন্যে হরিয়ানাতেই ছিলেন। কিন্তু ভাইয়ের মৃত্যুর খবর শুনে আর স্থির থাকতে পারেননি তিনি। একবার শেষ দেখা দেখতে সাইকেল নিয়েই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।
দিল্লি-ফরিদাবাদ সীমান্তের কাছ দিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে দেখা হয় সর্বভারতীয় সংবাদ সংস্থার এক সাংবাদিকের। তাঁকে ওই ব্যক্তি বলেন, আমার ভাই মারা গিয়েছে। তাই এখনই বাড়ি যেতে চাই আমি। আমার বাড়ি যেতে আট থেকে ১০ দিন সময় লাগবে। তবু আমি সেখানে যেতে চাই