রবিবার ● ৩১ মে ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে সংবাদ প্রকাশের জেড়। সাংবাদিক মামুনকে হুমকি!
চরফ্যাশনে সংবাদ প্রকাশের জেড়। সাংবাদিক মামুনকে হুমকি!
চরফ্যাশন প্রতিনিধি ॥ দৈনিক জনকন্ঠ ও দৈনিক সময়ের চিত্র পত্রিকায় ভোলার চরফ্যাশনের আহাম্মদপুর ইউনিয়নের জেলেদের চালচুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত সংবাদের জের ধরে আহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফকরুল ইসলাম, তার ভাই ও তার সন্ত্রাসী বাহিনী দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক-প্রকাশক ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা এ আর এম মামুনকে হামলা- মামলার হুমকি দিচ্ছে এবং ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাঁর্স দিচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন ভোলা, চরফ্যাশন, লালমোহন, বোরহান উদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, মনপুরা, দক্ষিণ আইচা, শশীভূষন, দুলারহাট প্রেস ক্লাব ও জেলার পেশাদার সাংবাদিকগন। সাংবাদিক নেতৃবৃন্দ চেয়ারম্যানের চাল চুরি বিষয়টি তদন্ত করে তাকে আইনের আইনের আওতায় এনে শাস্তি দেয়া এবং তার সন্ত্রাসী কর্মকার্ন্ড বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবী জানান।
আার,এস