শুক্রবার ● ২৯ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » ভোলার সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সাংবাদিক আফসার উদ্দিন বাবুল আর নেই!
ভোলার সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সাংবাদিক আফসার উদ্দিন বাবুল আর নেই!
দ্বীপনিউজ ডেস্ক।।
আফসার উদ্দিন বাবুল। ভোলার মানুষের অতি পরিচিত নাম। অতি পরিচিত প্রানবন্ত মানুষটি দীর্ঘ দিন ধরে যান্ত্রিক শহর ঢাকার পপুলার হাসফাতালে গুরুতর অসুস্থ হয়ে চাকিৎসা নিচ্ছিলেন। এই মাত্র তিনি আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন (ইন্নাালিল্লাহি…… রাজিউন)।
ভোলার শিল্পকলার বার বার নির্বাচিত সম্পাদক, ভোলার আদালতের সিনিয়র এ্যডভোকেট, ভোলার সাংবাদিক নেতা, ভোলার রাজনিতির মানুষদের আপনজন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সর্বপরি ভোলার শিক্ষা প্রতিষ্ঠান ও ভোলার ছাত্র ছাত্রীদের প্রিয় শিক্ষক মৌলভীর হাট হোসাইনিয়া ডিগ্রী মডেল মাদ্রানার অধ্যাপক ও বাংলাবাজার ফাতেমা খানম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল। এই শিশুসুলভ মানুষটি আমাদের চির চেনা ভোলার প্রতিটি মানুষকে বিনোদনের মাধ্যমে শত প্রতিকুলতার মধ্যেও সতেজ করে রাখতেন আজ সেই মানুষটি নিথর দেহ পরে আছেন হাসপাতালের বেডে।
কলামিষ্ট, সাংবাদিক, শিক্ষাবিদ সর্বপরি একজন সংস্কৃতিকক ব্যক্তিত্ব অফসার উদ্দিন বাবুলের মৃত্যুতে ভোলার রাজনৈতিক পেশাজীবী ও সামাজিক সংঘঠনের নেতাদের সাথে দ্বীপ নিউজ পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।