শুক্রবার ● ২৯ মে ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চাখারে মারামারি ঘটনায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি,, থানায় সাধারন ডায়েরি
চাখারে মারামারি ঘটনায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি,, থানায় সাধারন ডায়েরি
বানারীপাড়া প্রতিনিধি।।
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে মারামারির ঘটনায় বাদীপক্ষদের মামলা তুলে নিতে হুমকি অন্যথায় হত্যা করা হবে এমন অভিযোগে বানারীপাড়া থানায় সাধারন ডায়েরি করা হয়েছে। চাখার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বর মেজবাউদ্দিন সোহেল’র স্ত্রী কাজল রেখা বাদী হয়ে হাইয়ান মাঃ ছেলে মাসুম বিল্লাহ , মহিয়ান আকনের ছেলে নাঈম আকন, মিজানুর রহমানের ছেলে প্রিন্স ও দোহার বিরুদ্ধে মামলা তুলে নেয়ার হুমকি ও মামলা তুলে না নিলে তার স্বামীকে হত্যা করে হবে এই অভিযোগে বানারীপাড়া থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় গত ২৪/৫/২০ তারিখ চাখার ইউনিয়নের বড় বৈৎসর সরকারী প্রাঃ বিদ্যালয়রের সামনে বসে ৪ নং ওয়ার্ড মেম্বর মেজবাউদ্দিন সহ আর ৪/৫ জনার উপর হামলার ঘটনায় বানারীপাড়া থানায় উক্ত বিবাদীদের আসামী করে ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/ ৩০৭/ ৩৭৯ /৫০৬/ ১১৪ পেনাল কোড দায়ের করা হয়। অভিযোগে কাজল রেখা বলেন মামলা করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ২৬/৫/২০ তারিখ ৩/৪ টি মটোর সাইকেল নিয়ে আমার বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালাগাল করে। হট্রোগোল ও চিল্লাপাল্লা শুনে আমি বেলকুনিতে গেলে তারা আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করে এবং বলে মামলা তুলে নিতে অন্যথায় আমার স্বামী বানারীপাড়া উপজেলা যুবলীগের সদস্য ও ইউপি মেম্বর মেজবাউদ্দিন সোহেলকে হত্যা করা হবে। আমি আমার স্বামীর নিরাপত্ত্বা নিয়ে খুবই উদ্ভিঘ্ন। কাজল রেখা বলের আমি থানায় হুমকির জিডি করলেও আসামীদের হুমকি অব্যহতই রয়েছে। বাড়িতে ও আমি আমার ছেলে মেয়ে নিয়ে খুবই নিরাপত্ত্বাহীনতায় ভুগতেছি।