বৃহস্পতিবার ● ২৮ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » আকস্মিক টর্ণেডোর আঘাতে লন্ডভন্ড- লালমোহন ও তজুমদ্দিন - আহত ৫
আকস্মিক টর্ণেডোর আঘাতে লন্ডভন্ড- লালমোহন ও তজুমদ্দিন - আহত ৫
শরীফ আল-আমীন:
ভোলার লালমোহন ও তজুমদ্দিনে আকস্মিক টর্ণেডোর আঘাতে প্রায় দুই শতাধিক ঘর-বাড়ি লন্ডভন্ড- হয়ে যায়। বিধ্বস্ত হয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও উপড়ে গেছে ব্যাপক গাছপালা। গাছ চাপায় আহত হয়েছে পাঁচ জন। এরা হলো নুর ইসলাম, নসু, জসিম, বিল্লাল ও বশির। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ, রমাগঞ্জ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ও তজুমদ্দিন উপজেলার চর মোজ্জাম্মেলের উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক এ টর্ণেডো আঘাত হানে।
তজুমদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান বলেন, টর্ণেডোর আঘাতে চরমোজ্জাম্মেল প্রায় ৩০টি বসত ঘর ও শম্ভুপুর ইউনিয়নে শিবপুর মাধ্যমিক বিদ্যালয় বিধ্বস্ত হয়। এছাড়াও লালমোহন উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের কয়েকজন সদস্য বলেন, হঠাৎ করে আঘাত হানা ঝড়টিতে তাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যায়। এরমধ্যে কেউ কেউ কয়েক মাস আগে নতুন করে ঘর নির্মাণ করেছেন। তাদের ঘরগুলোও সম্পন্নভাবে বিধ্বস্ত হয়। এতে করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। দ্রুত সরকারীভাবে ঘর মেরামত ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের দাবী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বৃহস্পতিবার সকালে লালমোহনের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যান । এসময় তিনি বলেন, শিগগিরই ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তা করা হবে।