শনিবার ● ২৩ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » বানারীপাড়ায় পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর এস এম আকবরের ঈদ সামগ্রী উপহার
বানারীপাড়ায় পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর এস এম আকবরের ঈদ সামগ্রী উপহার
জাকির হোসেন, বানরীপাড়া ॥
বরিশালের বানারীপাড়ায় পৌরসভার প্যানেল মেয়র ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম আকবর সরদার’র ব্যক্তিগত উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।। শনিবার সকালে পৌরসভার নিজ ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে সামাজিক সুরক্ষা বজায় রেখে তিনি এ ঈদ সামগ্রী বাসায় বাসায় পৌছে দেন। এ সময় তিনি আগত সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আমাদের এই সামান্য প্রচেষ্টা (উপহার) মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আদর্শের অনুপ্রেরণা। এই সময় ওয়ার্ড ত্রান বিতরন কমিটির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম লাইস, মামুন মাষ্টার, ইব্রাহিম খলিল, প্রমুখ। এছাড়াও তিনি দেশের মধ্যে কোভিড-১৯’র প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে তার ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সমন্বয়ে কর্মহীন ও দুঃস্থ পরিবারের সঠিক তালিকা প্রনয়ন করে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন।