শুক্রবার ● ২২ মে ২০২০
প্রথম পাতা » বিবিধ » চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
দ্বীপ নিউজ ডেস্ক।।
পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা নিয়ে আগামীকাল সভা ডেকেছে ইসলামিক ফাউন্ডেশন। ১৪৪১ হিজরী সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল ২৩ মে শনিবার সন্ধ্যায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়। এতে আরো বলা হয় বাংলাদেশের কোথাও চাঁদ দেখা গেলে বিজ্ঞপ্তিতে দেয়া নম্বরে জানানোর অনুরোধ করা হচ্ছে।