শুক্রবার ● ২২ মে ২০২০
প্রথম পাতা » বিবিধ » আজ পবিত্র রমজান মাসের জুম্মাতুল বিদা
আজ পবিত্র রমজান মাসের জুম্মাতুল বিদা
দ্বীপ নিউজ ডেস্ক।।
পবিত্র রমজান মাসের শেষ দশকের সর্বশেষ জুম্মা আজ। রমজান মাসের শেষলগ্নে মহানবী হযরত মুহাম্মদ (স) এর উম্মতগন তাদের গুনাহ মাফের জন্য ব্যাকুল হয়ে পড়েন। বরকতময় দিনের মধ্যে জুম্মাতুল বিদা একটি। এদিনে মুসল্লীরা অতিদ্রুত মসজিদে এসে তাদের গুনাহ এর জন্য আল্লাহর দরবারে জিকির, মুনাজাত সহ বিভিন্ন আমল করে থাকে যেন রমজান মাসের উসিলায় আল্লাহ জান্নাতে যাওয়ার পথকে আরোও সুপ্রসস্থ করে দেন। এবার মহামারী করোনার মধ্যে আল্লাহর রহমতকে বিশেষভাবে চান রহমতময় মাওলার বান্দারা। রহমতময় মাসকে বিদায় না জানালেও এক সময় বিদায় দিতেই হয় কিন্তু গুনাহ মাফ না হলে তাদের মত কপাল পড়া বান্দা আর থাকবে না। আর এজন্য মাওলার বান্দারা তাদের গুনাহ মাফের জন্য বিভিন্ন আমল করতে তাকে এবং চোখের জল ফেলে কান্না করতে থাকে।