বৃহস্পতিবার ● ২১ মে ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » করোনায় প্রাণ দিলেন পুলিশের ১১ সদস্য
করোনায় প্রাণ দিলেন পুলিশের ১১ সদস্য
দ্বীপ নিউজ ডেস্ক।।
করোনারোধে দায়িত্ব পালনকালে জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য। করোনাক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এ যোদ্ধা হলেন নায়েক আল মামুনুর রশিদ (৪৩)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিবহণ বিভাগে কর্মরত ছিলেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১১ বীর সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানায়। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তার মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।