শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

Dip News24.com
মঙ্গলবার ● ১৯ মে ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » এসআই’র ঘুষ দাবির সত্যতা জানতে চাইলে সাংবাদিককে বলেন তোমার কি!
প্রথম পাতা » আইন-শৃংখলা » এসআই’র ঘুষ দাবির সত্যতা জানতে চাইলে সাংবাদিককে বলেন তোমার কি!
৬১৬ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এসআই’র ঘুষ দাবির সত্যতা জানতে চাইলে সাংবাদিককে বলেন তোমার কি!

বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি।।

---
ভোলা জেলার বোরহানউদ্দিন থানার পুলিশের উপ পরিদর্শক(এসআই)শফিকুল ইসলাম কুয়েতে পুলিশ হেফাজতে থাকা হারুন নামের এক ব্যক্তির ভেরিফিকেশন নামে ৫ হাজার টাকা দাবির অভিযোগ পাওয়া যায় । ওই বিষয়টি হারুনের মা রওশনআরা দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেককে জানান। আব্দুল মালেক ঘটনার সত্যতা জানতে চাইলে তার উপর ক্ষিপ্ত হয়ে বলেন, তোমার কি!
এ আচরণে আবদুল মালেক হতবাক হয়ে যান। বিষয়টি সহকর্মী সংবাদকর্মীরা জানলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের প্রতিক্রিয়া জানান। তাঁরা অবিলম্ভে ওই এসআই’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জানা যায়, সোমবার এসআই শফিকুল উপজেলার বড়মানিকা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের কুয়েত প্রবাসী হারুনের বাড়িতে ভেরিফিশেনের জন্য যান। হারুনের মা রওশনআরা জানান, ওইদিন ওই এসআই তাঁকে ৫ হাজার টাকা সহ কাগজপত্র নিয়ে থানায় যেতে বলেন। তিনি ধার-দেনা করে দেড় হাজার টাকা সহ থানায় তাঁর কাছে যান। কিন্তু এসআই শফিকুল কাগজপত্র টাকা না রেখে মঙ্গলবার(১৯ এপ্রিল) ৫ হাজার টাকা সহ আসতে বলেন।
রওশনআরা আরো জানান, ছেলে হারুন ২ বছর আগে ঋণ নিয়ে কুয়েত গেছে। এজেন্সি কুয়েত নিয়ে তাঁর ছেলের সাথে প্রতারণা করেছে। ওই ঋণের টাকা পরিশোধ করতে পারেননি। ওর বাবা গত ৬ বছর মারা যাওয়ায় সংসারে উপার্জনশীল ব্যক্তি নেই। তিনি শুনেছেন, হারুন কুয়েতের পুলিশ হেফাজতে আছে। এর বেশী টাকা যোগার করা সম্ভব হয়নি।
সাংবাদিক আব্দুল মালেক জানান,ওই বিষয়টি বোরহানউদ্দিন থানার এসআই শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে বলেন, তোমার কি দরকার? কিছুক্ষণ পর বলেন থানায় আসো । ১ ঘন্টা পর আবার ফোন দিয়ে দাম্ভিকতা দেখিয়ে বলেন ফেইসবুকে লিখে আমার কিছু করতে পারবেনা।
এ ব্যাপারে বোরহানউদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএইচ শিপন বলেন, করোনার মহা সংকটে পুলিশ সম্মুখ সাড়ির যোদ্ধা হিসেবে ইমেজ সৃষ্টি করেছেন। আশা করি পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষ এ এসআই’র দায়ভার নিবেনা।
প্রবীণ সাংবাদিক; প্রেস ক্লাবের সাবেক সভাপতি ওমর ফারুক তারেক বলেন, এ ঘটনা অনাকাঙ্খিত। তিনি পুলিশের ভাবমূর্তির স্বার্থে ওই এসআই’র বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)মো. রাসেলুর রহমান বলেন, এ ঘটনা দু:খজনক। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।





আইন-শৃংখলা এর আরও খবর

তজুমদ্দিনে উপজেলা বিএনপির দাবী “দলের সুনাম ক্ষুন্ন করার জন্য মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে” তজুমদ্দিনে উপজেলা বিএনপির দাবী “দলের সুনাম ক্ষুন্ন করার জন্য মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে”
চরফ্যাশনে হামলা-ভাঙচুর মামলার আসামিরা প্রকাশ্যে ধরছে না পুলিশ চরফ্যাশনে হামলা-ভাঙচুর মামলার আসামিরা প্রকাশ্যে ধরছে না পুলিশ
তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
তজুমদ্দিনে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময় তজুমদ্দিনে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময়
চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
চরফ্যাশনে ব্যবসায়ী আলী আজগরকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ চরফ্যাশনে ব্যবসায়ী আলী আজগরকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ
চরফ্যাশনে পূর্ব শত্রুতার জেরে নির্মাণাধীন ঘর ভাংচুরের অভিযোগ চরফ্যাশনে পূর্ব শত্রুতার জেরে নির্মাণাধীন ঘর ভাংচুরের অভিযোগ
চরফ্যাসনে নারীসহ ইউপি সদস্য আটক, মুচলেকায় মুক্তি চরফ্যাসনে নারীসহ ইউপি সদস্য আটক, মুচলেকায় মুক্তি
চরফ্যাশনে অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন চরফ্যাশনে অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন
চরফ্যাশনে বিভিন্ন বাজারে জাটকা সংরক্ষণ অভিযান চরফ্যাশনে বিভিন্ন বাজারে জাটকা সংরক্ষণ অভিযান

আর্কাইভ