মঙ্গলবার ● ১৯ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের ত্রাণ বিতরণ
তজুমদ্দিনে ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের ত্রাণ বিতরণ
হেলাল লিটন।।
তারুন্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভোলার তজুমদ্দিনে করোনায় কর্মহীন, দুস্থ ও অসহায় ৩শত পরিবারের মাঝে কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাইদুর রহমানের সার্বিক সহযোগীতায় উপজেলা সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দলীয় নেতাকর্মিদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল সভাপতি নাছির উদ্দিন ভূট্টো, সেচ্ছাসেবকদল সভাপতি মহসিন মহাজন, সাধরণ সম্পদক আবুল হাসান মহাজন, যুগ্ম-সম্পাদক সামছুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন, চাঁদপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি মোঃ নিজাম উদ্দিন, ছাত্রদল নেতা বাহারউদ্দিন, জুলফিকার, ইলিয়াছ, শাকিল, নোমান, হাফেজসহ সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।