সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » উজিরপুরে অসহায় কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ
উজিরপুরে অসহায় কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ
উজিরপুরে অসহায় কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন ছাএলীগ নেতাকমীরা।।
জাকির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জুড়ে সর্বত্র কৃষকদের ধান কেটে সহযোগিতা করে মানবতার কাজ করে আসছে স্কুল শিক্ষার্থীসহ ছাত্রলীগনেতা কর্মীরা। তারই ধারাবাহিকতায় ঝড় আশংকায় দিশেহারা কৃষকদের পাশে দাড়িয়েছে উজিরপুরের ছাত্রলীগ নেতা কর্মীবৃন্দ। বরিশালের উজিরপুরে কালিহাতায় অসহায় কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন ছাএলীগ নেতাকমীরা। করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে ২৬ মার্চ থেকে দেশে সাধারন ছুটি ঘোষনা করেন সরকার। আর এ লকডাউনের কারনে প্রতিবছরের মত বিভিন্ন অঞ্চল থেকে ধান কাটার জন্য শ্রমীকরা আসতে পারেনি। জমিতে ধানের বাম্পার ফলন হলেও ধান সঠিক সময় কাটতে না পারায় হতাশ হয়ে পড়েছে প্রতিটি কৃষক পরিবার।
এমনকী টাকার অভাবে ও এলাকার অনবিজ্ঞ শ্রমীক দিয়েও ধান কাটার কোনো সুযোগ নেই কৃষকদের। আর এই দুর্যোগকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলা করার জন্য লকডাউন মুহূর্তে ছাত্রলীগ নেতাকর্মীসহ সকল নেতাকর্মীদের অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সেই নির্দেশ বাস্তবায়ন করতে ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর অনুপ্রেরণায় বামরাইল ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বির নের্তৃত্বে ১৮ মে সোমবার দিনভর কালিহাতায় এক অসহায় কৃষকের প্রায় ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়ীতে পৌঁছে দিয়ে চিরদিনের জন্য ছাত্রলীগ নেতাকর্মীরা কৃতজ্ঞতার দাবীদার হয়ে রইল।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সজিব হোসেন জয়, সাইদুর রহমান, সাঈদ ফকির, ইউসুফ হোসেন খাঁন, সাইমুন সেরনিয়াবাত, প্রিন্স মাহমুদ, সঞ্জয় দে, মাকসুদ সাগর, মহারাজ সেরনিয়াবাত, সিজান হাওলাদার, জীবন হোসেন, সোহেল ফকিরসহ বিভিন্ন নেতাকর্মীরা। ক্লান্তীকালীন সময়ে অসহায় কৃষকেদের ধান কেটে বাড়ীতে পৌঁছে দিয়ে মানবীকতার পরিচয় দেয়ার হতাশ কৃষক ও উপজেলাবাসী ওই সকল মহোতী ছাত্রলীগ নেতাকর্মীদের সাধুবাদ জানান