সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » বানারীপাড়ায় আগামীকাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে
বানারীপাড়ায় আগামীকাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে
জাকির হোসেন,বানারীপাড়া।।
বরিশালের বানারীপাড়া উপজেলায় আগামীকাল থেকে টিসিবির পন্য বিক্রি শুরু হবে। বানারীপাড়ার ফেরিঘাটে ন্যায্যমূল্যে (টিসিবির) এই পণ্য বিক্রি শুরু হবে। এখান থেকে প্রতি পরিবারের জন্য ৫ কেজি তেল ৩ কেজি চিনি ও ১কেজি মসুর ডাল ক্রয় করা যাবে। এখানে সরকারের ভর্তুকির মাধ্যমে মহামারী করোনাভাইরাসে মানুষের মধ্যে নির্ধারিত মূল্যে পন্য সামগ্রী বিক্রি হবে। ভোজ্য তেল প্রতি কেজি’র এর মূল্যঃ৮০টাকা; চিনি প্রতি কেজিঃ ৫০ টাকা;
মসুর ডাল প্রতি কেজিঃ ৫০ টাকা ধরে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল দশ’টায় ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে সব এসব পণ্য বিক্রি করা হবে। আর এই টিসিবির ডিলারের দায়িত্ব থাকবেন নাজমুল হুদা নাসিম