রবিবার ● ১৭ মে ২০২০
প্রথম পাতা » অর্থনীতি » তজুমদ্দিনে লটারীতে ধান সংগ্রহের কৃষক বাচাই ॥
তজুমদ্দিনে লটারীতে ধান সংগ্রহের কৃষক বাচাই ॥
দ্বীপ নিউজ ডেস্ক ॥
ভোলার তজুমদ্দিনের খাদ্য গুদামে ২১৪ মেঃ টন ইরি ধান সংগ্রহের উদ্দেশ্যে লটারীর মাধ্যমে কৃষক বাচাই করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে কৃষক বাচাই লটারী পরিচালনা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আল- নোমান। উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান জানান, এবছর তজুমদ্দিনে কেজি ২৬ টাকা দরে ২১৪ মেঃটন ইরি ধান সংগ্রহ করা হবে। এজন্য চাঁদপুর ও শম্ভুপুর ইউনিয়নের তালিকাভুক্ত ৬২২ জন কৃষক থেকে টন অনুপাতে ২১৪ জন কৃষক নিরপেক্ষ ভাবে লটারীর মাধ্যমে বাচাই করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নিয়াজ মাখজুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকাত আলী প্রমূখ।
এডমিন/ আর এস