রবিবার ● ১৭ মে ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » বানারীপাড়া মাদক ব্যবসায়ী সুমন কাজী ১০ বোতল ফেন্সিডিলসহ আটক
বানারীপাড়া মাদক ব্যবসায়ী সুমন কাজী ১০ বোতল ফেন্সিডিলসহ আটক
বানরীপাড়া প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় সুমন কাজী নামে এক মাদক ব্যবসায়ীকে চৌয়ারীপাড়া গ্রাম থেকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এস.আই শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামে অভিযান চালিয়ে কাজী আব্দুল মজিদের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা মো. সুমন কাজীকে (৩০) ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করেন। পরে ওই রাতেই এস.আই শাহাদাত হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের করেন।রোববার সকালে তাকেজেল হাজতে পাঠানো হয়েছে।