শনিবার ● ১৬ মে ২০২০
প্রথম পাতা » দেশজুড়ে » বানারীপাড়ায় সরফুদ্দিন আহম্মেদ সান্টু’র পক্ষে পৌরযুবদলের নগদ অর্থ বিতরন।
বানারীপাড়ায় সরফুদ্দিন আহম্মেদ সান্টু’র পক্ষে পৌরযুবদলের নগদ অর্থ বিতরন।
জাকির হোসেন, বানারীপাড়া।।
কোভিট ১৯ এ কর্মহীন হয়ে পড়া বানারীপাড়ায় গৃহবন্ধী মানুষের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু নিজ অর্থায়নে বানারীপাড়ায় ধারাবাহিক ভাবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরনের পাশাপাশি আর্থিক সহায়তা করে আসছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরনায় বি এন পির দুর্দিনের কান্ডারী বানারীপাড়া উপজেলা বি এনপির সভাপতি এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুর নিজস্ব অর্থায়নে মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়িয়েছে বানারীপাড়া পৌর যুবদল । আজ শনিবার সকালে পৌর বিএনপির সাধারন সম্পাদক আঃ ছালামের উপস্থিতিতে বানারীপাড়া পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মিজান ফকির, জাহিন খালাসি, ইমরান হাওলাদার, লিমন মাঝি বানারীপাড়া পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডে নগদ অর্থ উপহার দেন। এ সময় এই দুই ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।