শনিবার ● ১৬ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে যুবদলের ত্রাণ বিতরণ ॥
তজুমদ্দিনে যুবদলের ত্রাণ বিতরণ ॥
দ্বীপ নিউজ ডেস্ক ॥
তারুন্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভোলার তজুমদ্দিনে করোনায় কর্মহীন, দুস্থ ও অসহায় ৩শত পরিবারের মাঝে উপজেলা যুবদলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় দলীয় নেতাকর্মিদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল সভাপতি নাছির উদ্দিন ভূট্টো, যুবদল নেতা হুমায়ুন কবির পাটওয়ারী, জাহিদুর রহমান মিরন, গিয়াস উদ্দিন হাওলাদার, নুরুল আহাদ তসলিম, মোঃ সবুজ মিয়া, মোঃ কবির, এম এ হান্নান প্রমুখ। উপজেলা যুবদলের একটি সুত্র জানায় পর্যায়ক্রমে যুবদলের পক্ষ থেকে ১ হাজার ২শত ৫০ পরিবারের মাঝে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। উদ্বোধনী দিনে ৩শত পরিবারের মাঝে বিতরণ করেন।