শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

Dip News24.com
শুক্রবার ● ১৫ মে ২০২০
প্রথম পাতা » সাহিত্য » আমি আমৃত্যু চাইবো তোমার কবিতা হতে
প্রথম পাতা » সাহিত্য » আমি আমৃত্যু চাইবো তোমার কবিতা হতে
৭৯৮ বার পঠিত
শুক্রবার ● ১৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমি আমৃত্যু চাইবো তোমার কবিতা হতে

কবি: মনি মুক্তা ।।

কারো জীবনের কবিতা হতে চেয়েছিলাম
আমি কারো কাছে শুধুই কবিতা হতে চেয়েছিলাম
একটা কবিতা লাল গোলাপের মতো
কিংবা একটা কবিতা অতি তুচ্ছ কুমড়ো ফুলের মতো
সে যেমনই কবিতা হোক, এক কবির হৃদয়ে
ভালোবাসার মখমলে মোড়ানো অতি আদরের
এক কবিতা হতে চেয়েছিলাম;
আমি কারো কাছে শুধুই কবিতা হতে চেয়েছিলাম।
---
আচ্ছা! কবি হতে গেলে কি কবিতা লিখতে হয়!
একজন মানুষ যদি কারো কাছে
জীবন্ত কবিতা হয়ে উঠে;
তবে তাকে কি নতুন করে কবিতা লিখে কবি হতে হয়!
কবিতার শ্রষ্টাই যে কবি!
সে কবিতা মানুষ হোক না হয় ছন্দবদ্ধ কোন বর্ণ মালা।
আর আমি তাই আজীবন ——-
একজন কবির কবিতা হতে চেয়েছিলাম
আমি তার কাছে শুধুই কবিতা হতে চেয়েছিলাম
একটা কবিতা আগুনের তপ্ত শিখার মতো
কিংবা একটা কবিতা শীতল বৃষ্টি কনার মতো
সে যেমনই কবিতা হোক, এক কবির হৃদয়ে
ভালোবাসার মখমলে মোড়ানো অতি আদরের
এক কবিতা হতে চেয়েছিলাম;
আমি কারো কাছে শুধুই কবিতা হতে চেয়েছিলাম।

আমি আজো চাই ——
তোমার জীবনের কবিতা হতে
আমি চাই তোমার কাছে শুধুই কবিতা হতে……

কবি : মনি মুক্তা
বিসিএস শিক্ষা
সরকারি বিএম কলেজ, বরিশাল





আর্কাইভ