বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » ভোলায় জীবাণুনাশক ট্যানেল উদ্ভোধন করলেন এমপি শাওন
ভোলায় জীবাণুনাশক ট্যানেল উদ্ভোধন করলেন এমপি শাওন
রফিক সাদী।
করোনা ভাইরাস (COVID-19) প্রাদুর্ভাব থেকে উত্তরণের লক্ষে ভোলা জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে জীবাণুনাশক কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশ পথে এ টানেলের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধূরী শাওন। এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নিজ উদ্যোগে ও অর্থায়নে এসব টানেল স্থাপন করা হয়। পরে ভোলা হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের জন্য সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসকের হাতে তুলে দেন তিনি।
এসময় এমপি শওন বলেন, প্রাধানমন্ত্রীর ৩১ বিধির আলোকে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। যারা দেশের মানুষের কল্যাণে কাজ করবে তাদের সুরক্ষার জন্য এসব ‘স্বয়ংক্রিয় জীবানুনাশক টানেল’ ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের গণমানুষের নেতা জনাব আলী আজম মুকুল এমপি, ভোলা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ও বাংলাদেশ আওয়ামীলীগ ভোলা জেলা শাখার সভাপতি জনাব ফজলুল কাদের মজনু মোল্লা।
এডমিন /R.S