বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » ছবিঘর » শীঘ্রই অমিতাভ বচ্চনের ‘গুলাবো সিতাবো’ মুক্তি পাচ্ছে
শীঘ্রই অমিতাভ বচ্চনের ‘গুলাবো সিতাবো’ মুক্তি পাচ্ছে
বিনোদন ডেস্ক :
করোনা পরিস্থিতি, দেশ জুড়ে চলা লকডাউনের মধ্যেই অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি ‘গুলাবো সিতাবো’র মুক্তির দিন ঘোষণা করা হল। আগামী ১২ জুন মুক্তি পাচ্ছে সুজিত সরকার পরিচালিত এই ছবি। সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’ ছবিটি সিনেমা হলে নয়, মুক্তি পাচ্ছে আমাজন প্রাইম ভিডিওতে। অমিতাভ বচ্চন, আয়ুষ্মার খুরানা, পরিচালক সুজিত সরকার সকলেই ছবির পোস্টার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।
ছবিটি মূলত কমেডি আর ড্রামার মিশেল। ছবিটিতে কাজ করা নিয়ে বলতে গিয়ে এর আগে অমিতাভ বচ্চন বলেছিলেন, ‘গুলাবো সিতাবো তে জীবনেরই বিভিন্ন নাটকীয় মুহূর্ত উঠে আসবে। সুজিত আমাকে চিত্রনাট্য শোনাতেই আমি এটাকে কাজ করতে রাজি হয়ে গিয়েছিলাম। এই ছবিতে আমার চরিত্রের মধ্যেও বিভিন্ন শেড রয়েছে। এই ছবিতে আয়ুষ্মান খুরানার মতো প্রতিভাবান অভিনেতার সঙ্গে কাজ করেও ভালো লেগেছে।’।
ডেস্ক # এন বি আর