বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » উপকুল »
রাঙ্গুনিয়ায় নির্যাতিত নেতাকর্মী ও কর্মহীনদের বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছে ছাত্রনেতা আনছুর
দ্বীপ নিউজ ডেস্ক:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা অসহায় হতদরিদ্র ও বিএনপির কেন্দ্র ঘোষিত দলীয় দায়িত্ব পালন করতে গিয়ে রাজনৈতিকভাবে নির্যাতিত দলীয় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রি পৌঁছে দিচ্ছে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সি: সহসভাপতি মো: আনছুর উদ্দিন।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০ টায় রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের নির্যাতিত ছাত্রদল নেতা দুলালের পরিবারকে সামাজিক দুরত্ব বজায় রেখে আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পৌরসভার অসহায় শ্রমজীবী খেটে খাওয়া কর্মহীন ২শ ব্যাক্তি ও দলের নির্যাতিত নেতাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ছাত্রদল নেতা আনছুর।
এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সৈয়দ সাবেরুল ইসলাম, মহসিন তালুকদার, মো: রাসেদ, মো: তানভীর ও রুবেলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।
ছাত্রনেতা মো: আনছুর উদ্দিন বলেন, ‘করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় ব্যক্তি ও দলের জন্য নিবেদিত প্রাণ নির্যাতিত সব নেতাকর্মীদেরকে আমরা সহযোগিতা করে যাব। আমাদের এই সহায়তামূলক কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে বিগত আন্দোলন সংগ্রামের সময় মামলা-হামলার শিকার হওয়া দলের সব নির্যাতিত নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিব।’