বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » করোনাকালে এলাকাবাসীর পাশে থাকতে বানারীপাড়া পৌরভবনে মেয়রের ঘরবসতি
করোনাকালে এলাকাবাসীর পাশে থাকতে বানারীপাড়া পৌরভবনে মেয়রের ঘরবসতি
জাকির হোসেন, বানারীপাড়া ॥
বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি করোনাকালে এলাকাবাসীর পাশে থাকতে পৌর ভবনে ঘরবসতি বানিয়েছেন মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। দেশের মানুষ করোনাভাইরাসে প্রথম সংক্রমিত হওয়ার পরে লকডাউন ও হোম কোয়ারেন্টাইন শুরু হলে ২৪ মার্চ থেকে তিনি তার বরিশাল শহরের বাসায় স্ত্রী ও সন্তান রেখে একা বানারীপাড়া পৌরভবনে বসবাস শুরু করেন। এখানে থেকে তিনি পৌরবাসীর সার্বক্ষিন খোঁজখবর রাখার পাশাপাশি কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন করোনাভাইরাস থেকে রক্ষা পেতে এলাকাবাসীকে সচেতন করতে দিচ্ছেন নানা দিক নির্দেশনা। এছাড়া সরকারী বরাদ্দ সঠিকভাবে বিলি বন্টনের জন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ,সাংবাদিক,পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাদের সমন্বিত মতামত নিয়ে তালিকা প্রণয়ন করছেন। এ প্রসঙ্গে বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বলেন দুর্যোগ মুহুর্তে মানুষ শুধু ত্রাণই নয়, জনপ্রতিনিধিদেরও কাছে পেলে পরিস্থিতি মোকাবেলায় সাহস ও অনুপ্রেরণা পায়। তিনি আরও বলেন দেশ ও জন কল্যাণের উদ্দেশ্যেই আমার রাজনীতিতে আসা এবং আমৃত্যু এ মানবসেবার ব্রতি নিয়েই কাজ করে যাবো। এদিকে বিপদসংকুল মুহূর্তে মেয়রকে ‘মানবতার ফেরিওয়ালা’ রূপে সর্বদা কাছে পেয়ে পৌরবাসী অনুপ্রাণিত।