বুধবার ● ১৩ মে ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » পটুয়াখালীতে আইনজীবীদের ভার্চুয়াল আদালত পরিচালনায় অপারগতা প্রকাশ
পটুয়াখালীতে আইনজীবীদের ভার্চুয়াল আদালত পরিচালনায় অপারগতা প্রকাশ
ডেস্ক নিউজ।
ভার্চুয়াল আদালত পরিচালনায় পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় বিচার প্রর্থিদের এ সুবিধা দিতে অপারগতা প্রকাশ করেছে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্যরা। বুধবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গনমাধ্যমকর্মীদের বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা প্রাদুর্ভাবে দেশব্যাপী লকডাউন থাকার কারণে বিচার প্রার্থীদের কথা বিবেচেনা করে দেশের অন্যান্য দপ্তরের ন্যায় বিচার বিভাগীয় কার্যক্রমও চালু রাখতে সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভার্চুয়াল ট্রায়াল বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। কিন্তু পটুয়াখালীর আইনজীবীদের অধিকাংশই আইটি (তথ্য প্রযুক্তি) বিষয়ে এবং স্মার্ট চালাতে পারদর্শী নয় এছাড়াও করোনা প্রেক্ষাপটে কম্পিউটারের দোকানপাটও বন্ধ থাকা, ইন্টারনেট ও ওয়াইফাই সংযোগ সংকট থাকায় আইনজীবীগণ জরুরী সভার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের অন্যান্য দপ্তরের ন্যায় বিচার বিভাগীয় কার্যক্রমও বন্ধ থাকার প্রেক্ষিতে সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ১০ মে ভার্চুয়াল ট্রায়াল বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এর ফলে আদালতে সংশ্লিষ্ট বাদি, বিবাদী, আইনজীবীদের শারীরিক উপস্থিতি ছাড়াই শুধুমাত্র ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার মাধ্যমে জরুরী বিচার সমুহ সম্পন্ন করার সুযোগ সৃস্টি হয়। ভার্চুয়াল ট্রায়ালে শুনানীর মাধ্যমে মঙ্গলবার ঢাকায় দু‘জন অসামীর জামিনও হয়।
এডমিন /R.S